ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মানে ব্যবহার হবে বসুন্ধরা বিটুমিন

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মানে ব্যবহার করা হবে বসুন্ধরা বিটুমিন। এ বিষয়ে দুটি চাইনিজ কোম্পানির সঙ্গে চুক্তি সাক্ষর করেছে বসুন্ধরা গ্রুপ। সকালে চুক্তি সাক্ষর অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়নে বসুন্ধরা বিটুমিন ব্যবহার করতে পারায় সন্তোষ প্রকাশ করেন শেনডং হাই স্পিড রোড এন্ড ব্রিজ ইন্টারনাশনাল ইঞ্জিনিয়ারিং লিমিটেড ও সিনোহাইড্রো। বিস্তারিত জানাচ্ছেন রিফাত তাসনুভা।

 

রাজধানীর যানজট নিরসন ও শহরবাসীর যাতায়াত সহজ করতে বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালি পর্যন্ত নির্মিত হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এটি ঢাকার উত্তর ও দক্ষিণে বিকল্প সড়ক হিসেবে কাজ করবে। প্রকল্পটি চালু হলে, চট্টগ্রাম, সিলেটসহ পূর্বাঞ্চল ও পদ্মা সেতু হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যানবাহন ঢাকায় প্রবেশ না করে সরাসরি উত্তর-পশ্চিমাঞ্চলে প্রবেশ করবে। আবার উত্তরাঞ্চল থেকে আসা যানবাহনগুলোও ঢাকাকে পাশ কাটিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরাসরি যাতায়াত করতে পারবে। ফলে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার যানজট কমবে। এরই মধ্যে প্রকল্পের অগ্রগতি দৃশ্যমান হয়েছে। বাস্তবায়নে ব্যবহার করা হয়েছে বসুন্ধরা সিমেন্ট। যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্তের সূচনায় প্রথম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মানে এবারে বিটুমিন সরবরাহ করবে দেশের অন্যতম শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। এনিয়ে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-১ এ বসুন্ধরা বিটুমিনের সাথে শেনডং হাই স্পিড রোড এন্ড ইন্টারন্যাশনাল ইন্জিনিয়ারিং লিমিটেড ও সিনোহাইড্রোর মধ্যে চুক্তি সই হয়। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সচিব মাকসুদুর রহমান ও এসডিআরবি এন্ড সিনোহাইড্রোর উপ মহাব্যবস্থাপক লিউ জিং চুক্তিতে সাক্ষর করেন। এর আগেও দেশের বিভিন্ন অবকাঠামো নির্মানে ব্যবহার করা হয়েছে বসুন্ধরার বিভিন্ন নির্মান সামগ্রী। এইসব সামগ্রী ব্যবহার করে বিদেশীরাও সন্তুষ্ঠ। চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা বিটুমিনের এজিএম সুকান্ত কুমার সাহা, ডেপুটি ম্যানেজার এ জি এম ওবায়দুর খানসহ সিনোহাইড্রোর কর্মকর্তারা।

Source: news24bd