খুলনায় ‘বসুন্ধরা বিটুমিন ইঞ্জিনিয়ার মিট টেকনিক্যাল সেমিনার’ অনুষ্ঠিত

খুলনার বসুন্ধরা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ‘বসুন্ধরা বিটুমিন ইঞ্জিনিয়ার মিট টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় খুলনার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

 

এ সময় আরো উপস্থিতি ছিলেন সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী, মোজাহার এন্টারপ্রাইজের প্রাইভেট লিমিটেডের সত্ত্বাধিকারী কাজী মোজাহারুল হক,খুলনা চেম্বারের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বুলু, বসুন্ধরা বিটুমিনের পরামর্শক ও আইইউটির সহকারী অধ্যাপক ড. নাজমুস সাকিব, বসুন্ধরা বিটুমিনের এসিট্যাণ্ট জেনারেল ম্যানেজার (সেলস) সুকান্ত কুমার সাহাসহ বিশিষ্টজনরা। এ সময় বক্তরা নির্মাণ কাজে বিটুমিন গুরুত্বারোপ করে বলেন, বসুন্ধরা বিটুমিন গুণেমানে নতুন পথ দেখাবে । বিটুমনের জন্য সব সময় বিদেশের উপর নির্ভর করতে হতো। আবার এগুলোর মান ভাল না হওয়ায় নির্মাণ কাজগুলোর মান নষ্ট হয়ে যায়। দেশের বেসরকারি খাতে প্রথম প্রতিষ্ঠান বসুন্ধরা বিটুমিন। গুণ ও মান অক্ষুন্ন রেখে প্রতিষ্ঠানটি দেশের সেবায় এগিয়ে আসবে বলে প্রত্যাশা করেনে বক্তরা।