সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ৩১ তম বার্ষিক সাধারণ সভা
দেশের অবকাঠামো উন্নয়ন ও প্রকৌশলীদের পেশাগত মান উন্নয়নে সড়ক পরিবহন মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির সভাপতি অতিরিক্ত প্রকৌশলী এ এক এম মনির হোসেন পাঠান।
রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের অডিটোরিয়ামে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ৩১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সমিতির সাধারন সম্পাদক প্রকৌশলী অমিত কুমার চক্রবতী বলেন, প্রকৌশলীদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এর আগে সকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানে বসুন্ধরা বিটুমিন প্লান্ট এর হেড অব প্লান্ট নাফিজ ইমতিয়াস আলম বলেন, বসুন্ধরা গ্রুপ দেশে দীর্ঘস্থায়ী সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। একসঙ্গে কাজ করতে পারলে বাংলাদেশে বিটুমিনের নমনীয় সড়ক নির্মাণে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালকের সেক্রেটারী মাকসুদুর রহমান ও বসুন্ধরা বিটুমিনের বিপনণ বিভাগের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সুকান্ত কুমার শাহা সহ বসুন্ধরা বিটুমিনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। এর আগে কেরানীগঞ্জে বসুন্ধরা বিটুমিন প্লান্টের ওপর প্রামাণ্যচিত্র উপভোগ করেন সড়ক ও জনপথ প্রকৌশলীরা। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।